কবি-লেখক পরিচিতি
জন্ম ১৯৭৬ সালের ১৬ ই জুন দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজারে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং বর্তমানে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মরত । সৃজনশীল ও বিশ্লেষণাত্মক দু'ধরনের লেখাতেই পারদর্শী । ফিচার, প্রবন্ধ, গল্প, কবিতা প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন দৈনিক সংবাদপত্র ও অন্যান্য পত্র পত্রিকায় । ছাত্র ছাত্রীদের পড়াশোনা বিষয়ে দৈনিক সংবাদপত্রে লিখে থাকেন ।ফ্রিল্যান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন । যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও।
শিক্ষক হিসেবে ২০১৩ সালে পেয়েছেন "পারুল শিক্ষা সম্মান"। ২০১৬ সালে যুব উৎসবে প্রবন্ধ রচনায় রাজ্যে প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন । সাহিত্যকর্মের জন্য পেয়েছেন "কালকণ্ঠ সাহিত্য সম্মান" এবং "মোহিনী " "মেঠোপথ" "সচেতনা" প্রভৃতি পত্রিকার পক্ষ থেকে সম্বর্ধনা ।
শিক্ষক হিসেবে ২০১৩ সালে পেয়েছেন "পারুল শিক্ষা সম্মান"। ২০১৬ সালে যুব উৎসবে প্রবন্ধ রচনায় রাজ্যে প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন । সাহিত্যকর্মের জন্য পেয়েছেন "কালকণ্ঠ সাহিত্য সম্মান" এবং "মোহিনী " "মেঠোপথ" "সচেতনা" প্রভৃতি পত্রিকার পক্ষ থেকে সম্বর্ধনা ।
No comments:
Post a Comment