কবি ও প্রাবন্ধিক পরিচিতি
কবি ও প্রাবন্ধিক অধ্যাপক সৌম্য ঘোষ সাম্প্রতিক বাংলা পত্র-পত্রিকার জগতে বিশিষ্ট নাম। লিখেছেন অসংখ্য প্রবন্ধ, কবিতা। লিখছেন। গবেষণা ঋদ্ধ, মননশীল, তত্ত্ব ও তথ্যনির্ভর প্রবন্ধ। ব্যক্তিগত জীবনে আত্মমুখী, প্রচার বিমুখ, নির্জনতা- প্রিয়, সৎ, ভাবুক এই কবি। যার প্রহর কাটে শব্দব্রহ্মের জগতে । নিবিড় অনুধ্যানে, অধ্যায়নে।
কবি প্রাবন্ধিক সৌম্য ঘোষের পিতা ৺বলরাম ঘোষ এবং মাতা ৺প্রতিমা ঘোষ। ঠাকুরমা ৺প্রভাবতী দেবী সাংসারিক কাজের মধ্যে থেকেও স্বাভাবিক প্রতিভায় ছড়া তৈরি করতে পারতেন । মাতামহ ৺অমূল্যকৃষ্ণ চন্দ ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সরকারি ডাক্তার। Captain rank. স্বাধীনতা আন্দোলন কালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আহবানে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে রেঙ্গুন চলে যান এবং নেতাজির সহযোগী হয়ে নেতাজি প্রতিষ্ঠিত I.N.A. এর চিকিৎসক-সৈনিক হয়ে স্বাধীনতা যুদ্ধের সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে বসিরহাট শহরে বসবাস করেন।
অধ্যাপক সৌম্য ঘোষ পেশায় শিক্ষক। উত্তর 24 পরগনার নৈহাটি শহরের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যাপক। আদি বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাট মহাকুমায় শ্রীশ্রী স্বামী ব্রহ্মানন্দজী রাজামহারাজের জন্মধন্য পুণ্যতোয়া ভূমি শিকরা কুলীন গ্রাম ।
বর্তমানে অধ্যাপক ঘোষ হুগলি জেলার সদর ঐতিহাসিক শহর চুঁচুড়ায় স্ত্রী ( জ্যোৎস্না ঘোষ ) এবং একমাত্র পুত্র (সায়ক ঘোষ ) সহ নিজস্ব বাড়িতে বসবাস করেন। স্থানীয় অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয়, জনপ্রিয় এবং নির্বিবাদী লেখক ঈশ্বর বিশ্বাসী। বেলুড় মঠের দীক্ষায় দীক্ষিত। তিনি বিশ্বাস করেন, " সাহিত্য সেবার মধ্যে ঈশ্বর সাধনা।" জীবজন্তুর প্রতি তাঁর অগাধ প্রেম। শুধু দেশে নয়, অস্ট্রেলিয়া লন্ডন ঢাকাসহ বিদেশেও তাঁর লেখা মর্যাদার সাথে প্রকাশিত হয়। তিনি একাধিক পত্রিকার সম্পাদনের সঙ্গে যুক্ত।।
অজস্র ধন্যবাদ । আমি আপ্লুত !
ReplyDelete