Sunday, 21 February 2021

কণিকা রায় : জীবনপঞ্জী


আমি কনিকা রায়। প্রথমতো আমি একজন গৃহবধূ। ছোটো থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি । আমার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল ।তাই আর দশ জনের মতো করে বড়ো হতে পাড়িনি কখনো।ছোটো থেকেই আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচ , গান, আবৃত্তি করতে খুব ভালো লাগতো।আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারনে একজন গুরু পাইনি কখনো।অনেক কষ্টে আমার মা এক গানের শিক্ষিকার সঙ্গে কথা বলে আমায় গানটা শিখিয়েছে।আমি জীবনের ঐ কষ্টের দিন গুলোতে কখনো নিজেকে দূরবল ভাবিনি ।নিজের মতো করে নিজের ভালো লাগা গুলোকে রাঙিয়ে তুলেছি একটু একটু করে।
সকলের ভালোবাসা আর আর্শীবাদে এখন  আমি একজন আবৃত্তি শিক্ষিকা তত্সহ আমি কবিতা , গল্প, হাতের নানারকম কাজ করি, গান নিখি এবং নিজের গানে সুর দেয়। আমার  দুটি কবিতা ,একটি গল্প ,তুলি কলমের আকাশ পত্রিকায় প্রকাশিত হয়েছে।উপকন্ঠ,নিরিবিলি,কাব্যপট সাহিত্য পত্রিকায় অনেক গুলো কবিতা প্রকাশিত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কলম বইটিতে ও আরো কিছু বইয়ে আমার  লিখা স্থান পেয়েছে। NEW24 বাংলা তে ও আমার লিখা কবিতা গল্প প্রকাশিত হয়েছে।   আমি বাড়িতে এবং একটি প্রাইভেট স্কুলে আবৃত্তি শেখায়। সংসার সামলে এসব করে এখন আমি খুব সুখি।

তপন, দক্ষিণ দিনাজপুর।।

No comments:

Post a Comment