Sunday, 21 February 2021

গোবিন্দ সরকার

কবি পরিচিতি 

গোবিন্দ সরকারঃ -জন্ম ১৯৯৫ সালের ৭ই নভেম্বর নিতান্তই এক কৃষক পরিবারে।জন্মস্থান ও বসবাস দঃ দিনাজপুরের কুশমন্ডির এক প্রত্যন্তর গ্রাম সরলায়।পিতা শ্রী নির্মল সরকার একজন ক্ষুদ্র কৃষক এবং মাতা শ্রীমতি বেজোবালা সরকার একজন গৃহকর্ত্রী।স্কুল জীবন সরলা বি.এন.এস. উচ্চবিদ্যালয় ও আমিনপুর উচ্চবিদ্যালয়ে অত্যন্ত মেধা ও সাফল্যের সঙ্গে কেটেছে।তারপর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বুনিয়াদপুর মহাবিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক।পরবর্তীতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর।

বর্তমান পেশায় শিক্ষক।২০১৭ সালে মিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রথম যোগদান।

ছোট থেকেই কবিতার প্রতি নিবিড় ঝোক সাহিত্য অনুরাগী করে তোলে।মূলত কবিগুরু রবীন্দ্রনাথের টানেই ছোট পত্রিকার মধ্য দিয়ে সাহিত্যে হাতে খড়ি।প্রথম কবিতা প্রকাশিত হয় ২০১৬ সালে "নবপ্রয়াস পত্রিকা"য়।তারপর যথাক্রমে 'শব্দসাঁকো', 'স্পর্শ', 'সাতকাহন', 'প্রাঙ্গন', '৯ নং সাহিত্যপাড়া লেন', 'অক্ষর সংলাপ', 'ইলশেগুঁড়ি', 'বর্তিকা', 'সোনাঝুরি' প্রভৃতি পত্রপত্রিকা এমনকি বাংলাদেশের দৈনিক কাগজ "শিল্প সাহিত্য"-এও নিয়মিত লেখা প্রকাশিত হয়।প্রকাশিত সংকলনের মধ্যে "দিগন্তে ক্যানভাস", "নবারূষ"(নবপ্রয়াস পত্রিকা গোষ্ঠী),এবং "৬-এ ছক্কা"(অন্বেষা প্রকাশনি)।প্রথম একক কাব্যগ্রন্থ "ডায়েরির পরীরা" ২০১৯ সালে অন্বেষা প্রকাশনি থেকে প্রকাশিত হয়।

No comments:

Post a Comment