Tuesday, 1 November 2022

পুতুল খেলার ইতিকথা - কৌশিক সরকার




বাচ্চা মেয়েটি আজ চুপ করে গেছে
যেনো সবকিছুতেই নীরব অবহেলা, 
চকোলেটের লোভ দেখিয়ে রোজ
সেই দুষ্টু আঙ্কেলের নোংরা হাতের খেলা। 

সেদিন ছিলো রবিবারের বিকেল
ঘরের মেঝেতে পুতুল খেলার মেলা, 
বাচ্চা মেয়েটা জানতো কি সেদিন
নিজের সাথেই ঘটবে এমন পুতুল খেলা ? 

সেদিন সে কান্না করেছিলো খুব
হয়তো চিৎকারও করেছিলো এক আধবার, 
'প্লিজ আঙ্কেল,  প্লিজ আঙ্কেল ছেড়ে দাও, 
খুব কষ্ট হচ্ছে আমার '। 

কিন্তু সেদিন শুনতে পাইনি কেউ
শুনতে পেলেই বা কি হোতো
পুতুলের ঠোঁটে লেগে থাকা রক্তের দাগ
কখনো কি মুছে ফেলা যেতো ? 
----------------------------------------------
                   
                    

No comments:

Post a Comment