অনেক অপেক্ষায় ছিলাম হরি সাধন চোখ মেলে তাকাবে,
হরি আমার থেকে চারদিনের ছোট ,
আজ কাঁধে নিয়ে চিতায় তুলে দিলাম ।
চিতা যখন দাউ দাউ করে জ্বলছিল,
অনেক পুরানো কথা মনে পড়ে যাচ্ছিল,
খেলার মাঠের পাশে কাঁঠাল গাছে পাকা কাঁঠালের গন্ধ পেলে হরি পেড়ে আনতো,
খাওয়া শেষ হলে আঠা ছাড়াতে রাধাকান্ত বণিকের দোকানে পৌঁছে যেতাম,
একটু তেল পাবার আশায়,
তখন এক সের তেল ছয় আনা,
আর আজ দু' শ টাকা লিটার।
তিস্তা দিয়ে বয়ে গেছে অনেক জল,
তখন পুরো চুল কালো ছিল আজ তা সাদা।
ইস্কুলে জগদীশ বাবু বলতেন আমারা অনেক কষ্ট করেছি,
দেশ সবে স্বাধীন হয়েছে একটু অপেক্ষা কর,
সোনালী স্বপ্নের দিন তোদের জন্য হবে।
সেই কালো চুল অপেক্ষায় থাকতে থাকতে সাদা হয়ে গেল,
রং কিন্তু খুঁজে পেলাম না।
হরি ও শুনেছিল, কিন্তু অপেক্ষা করতে পারলো না, চলে গেল।
আমিও অপেক্ষায় আছি,
একদিন হয়তো হরির মতো চলে যাবো,
কালো হয়ে আসবে সবকিছু, শুধু আঁধার আর আঁধার,
ঘোর কালো অন্ধকার,
অমাবস্যার চেয়েও আরও বেশি,
অনেক বেশি অন্ধকার,
বাঁশের মাচায় শুয়ে হেলতে দুলতে অপেক্ষার সাথে দেখা করতে যাচ্ছি,
দূরে সোনালী স্বপ্ন হাত নাড়াচ্ছে।
No comments:
Post a Comment