আকাশের বারান্দায় মরে যাওয়া ভালোবাসাদের ভিড়।
রাতজাগা পাখির ক্লান্ত ঠোঁট ছুঁয়ে ছলনার বসন্ত নামে শেষ রাতের কুয়াশায়,,,,,,,,,,,,,,
আরো অনেকটা পথ চলতে গিয়েও থেমে গেছে বিষাদের নদী কোনো নীরব উপত্যকায়!
এখনও গায়ে শিশির মেখে একটা হলুদ ঘাসফুল,একটু উষ্ণতার জন্য!
ক্ষনিকের সূর্য ওঠেনি পোড়া কপালের কোণে একটুও।
এক চিলতে খুশির খোঁজে কত মনমরাদের আজীবন অসমাপ্ত সংগ্রাম।
যদি কখনও দেখা হয় ছলনাময়ীর দুঃস্বপ্নের অসহনীয় চাহনী।
আজও কাল বেয়ে ভোরের দরজা খোলে শুকতারার দীর্ঘশ্বাস!
মেঘেদের ভিড় ঠেলে আসবে না চেনা স্বপ্নের ছায়পথ, চাঁদও জানে।
কে কার চেয়ে সুখী আছে,এক প্রশ্ন সবটা বাতাসের কান জুড়ে।
হৃদয় ভাঙ্গার কম্পাঙ্ক কেউ মাপেনি আজ পর্যন্ত।
তবু পৃথিবীর মাটির ঘ্রাণে মিশে শুধুই কান্নার আওয়াজ!
অনেকক্ষণ একভাবে চেয়ে পাহাড়ের চোখও ঝাপসা!
সময়ের স্রোত ঠেলে শুধু ভেসে যাওয়া অজানার নোঙর ফেলে।
ভুলে গেছে কাশফুলও, ছাই রঙে লেখা ছেঁড়া শরতের কাব্য।
বৃথাই মন ভালো করতে দুদিনের অমনোযোগী ভ্রমণ।
বাকি দিনে সেই তো না ভালো লাগা সঙ্গীর শরীর চাওয়া দৃষ্টি!
তবু ভালো থাকা সবার, বিরক্তিকর বনানীর গায়ে লেপ্টে থেকে।
জীবন জীবনের খোঁজে, কেবলই ভাসা ভাসা তৃপ্তির মিছে অন্বেষণ,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment