শূন্যতার সাথে___
পরিচিত সহবাসের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ভুলে গেছি
মজার পোতাশ্রয় থেকে অন্তরের কালিমা
ভুলে গেছি , ত্রি-বর্ণে বর্ণিত বর্ণময় পাড় গুলো ।
অনুকূল আর প্রতিকূলে কলুর বলদের মত
খুঁজেছি ঊষার শান্ত মুহূর্ত ,
কলকলে রব ধরে পবনের পিছু পিছু দেখেছি
শুধু কাষ্ঠ শয্যায় চিতার আগুনের কান্নার স্বরলিপি
এক একটা অক্ষর স্বপ্ন হয়ে ফিরে আসে বারেবার স্বার্থের খেলাঘরে
কে জ্ঞানী কে মূর্খ কে ধনী কেবা ক্ষুধার্ত ,
শিক্ষা বিহীন অক্ষর গুলো জলছবির তুলিতে কে যেন এঁকে দেয় ।
পাখি ঘরে ফেরার আগে খোঁচা মারে অনুভূতির মর্মে মর্মে
মিথ্যেবাদীর কৃত্রিম কান্নায় ,
অক্ষর গুলো দীর্ঘ পথ হেঁটে হেঁটে বড়ই ক্লান্ত
আমি অসহায় , যন্ত্রণা গুলোকে অশ্রু দিয়ে ঢেকে
অক্ষর গুলোকে সাজাই লাশের বর্ণমালায় হায় !
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment