বন্ধ মুঠোয় সত্য ঢেকে ,আল্গা মুঠোয় যুদ্ধ চায়।
অত্যাচারের ভীষণ জ্বালায় , প্রান বাঁচানো এখন দায়।।
আমরা-ওরা এই বিভেদের, কথায় দেখছি ভীষণ জোর।
এই কথাতেই যোগ দিয়েছে, বুদ্ধিজীবী স্বার্থখোর।।
আল্লা বলো রাম-ই বলো ,কিসের জাহির করছে সবে।
সবার উপরে মানুষ-সত্য ,এই কথাটাই অমর রবে।।
হিংসা বিবাদ করে দেখছি ,ভাই ভাইকে মারছে ছুরি।
বিপদে পড়লে ধর্ম নয়-গো, মানুষের হয় সঙ্গভারী।।
মনের মধ্যে ঘুন লেগেছে , বাঁচার আয়ু ছটাক তাই।
সবকিছু তো ধ্বংস হচ্ছে,তবুও কেন হিংসা চাই।।
যারা শুধু মারছে দেখ, ওরাই নাকি বাঁচতে চায়।
প্রান হারানো নিথর দেহ, সমাধানেই শান্তি পায়।।
এই পৃথিবীর সব-ই ভালো ,বুঝছি না তা ক্ষণকাল।
বোকা মানুষ ভেবে দেখ,দল বেঁধেছে কিসের নেশায় ,বাঁচতে চায়-ও পঙ্গপাল।।
-----------------------------------------------
শ্রী রামকৃষ্ণ মিশ্র
কবি-লেখক
চাকনান, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment