Wednesday, 19 May 2021

অনুভবে - বর্ণালী রায়



        সকল পৃথিবী তোমারি তো হয়
 সর্বস্থানে তোমার অধিষ্ঠান,
 তুমি বিনা শূন্য এ ধরণী
 আজ তোমার করি জয় গান।
 কখনো রেগে তুমি চন্ডালিনী
  ধূ-লুণ্ঠিত করো ধরাতল,
 কখনো স্নেহের আবেগ মাখা
 ভরিয়ে দাও সকলের মন ।
 কখনো তুমি প্রেমিক মনে
 শীতল পরশ লাগাও,
 কখনো তুমি শান্ত হয়ে
 অগোচরে রয়ে যাও।
 সকলের স্পর্শে রয়েছো তুমি
 তোমার অন্ত যেন নাই,
 তোমার কোন রং না থাকিলেও
 নানা নামের বাহার।।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

3 comments:

  1. Chiro din amoni chonde beche thako ai shuvo kamona kori

    ReplyDelete
  2. কবি গুরুর ছন্দে বেজে উঠুক জীবনের জয়গান এই শুভ কামনা করে কবি গুরু কে প্রণাম জানাই🙏

    ReplyDelete
  3. আরও লেখ ভালো করে এগিয়ে যাও

    ReplyDelete