Tuesday, 18 May 2021

বিনোদিনী - শতদ্রু চক্রবর্তী


বিনোদ ফুলের বিনোদ মালা 
বিনোদ  গলে  দোলে ।
কোন বিনোদিনী  গাঁথিলে  মালা  
 বিনোদ বিনোদ  ফুলে 
বিনোদ কেশ বিনোদ বেশ 
বিনোদ  বরণ - খানি ।
বিনোদ মালা  গলায়  আলা  
বিনোদ বিনোদ  দোলনি 
বিনোদ  বন্ধন  বিনোদ  চিকুর 
বিনোদ  মালা  বেড়া ।
বিনোদ নয়ানে, বিনোদ  চাহনি 
বিনোদ  আঁখির তারা । 
বিনোদ মুখ , বিনোদ  বুক
বিনোদ শোভা  করে ।
বিনোদ নগরে  বিনোদ নাগর 
বিনোদ বিনোদ  বিহরে  । 
বিনোদ  চলনব, বিনোদ বলন 
বিনোদ  সঙ্গীয়া সঙ্গে  । 
লোচন  বলে  বিনোদিনীর 
বিনোদ  গৌরাঙগে ।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment