কথা শুনি মাধবীর
আজ ৬ই মার্চ। কচি পাতাদের কত গল্প মাথার ওপর দিয়ে বয়ে গেছে তা কখনো তাকিয়ে দেখা হয়নি।দেখা হয়নি জীবনের সাথেসাথে আজও যেসকল পাখিরা আমাদের গান শোনায় তাদেরকে।সেইভাবেখোঁজ নেওয়ার অবকাশও হয়নি আসলে।এখন আমি আমার বাগানের লাগোয়া বাড়ির প্রধান দরজায় গাছের নিচে একটি মাদুর বিছিয়ে তাতে অর্ধ নিদ্রায় শুয়ে আছি।সারা পৃথিবীর সাথে আমাদের ভারতবর্ষও মহামারী করোনার মোকাবিলায় গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন ঘোষণা করেছে।এখন সকলে দুপুরের খাওয়াদাওয়া সেরে ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার তলায়।আমি একটা বালিশ নিয়ে মাদুরের ওপরে শুয়েশুয়ে মাধবীলতার কচি পাতার সাথে মাধবীর কিছু হাসিমুখের কথা আড়ি পেতে শুনছি।মাধবীলতার সাথে পাশের জাম গাছটিরও খুব মিল।জাম গাছেও খুব কচি পাতা এসেছে।এসেছে মুকুল।দুপুরের এই আগুনের মতো উত্তাপ নিয়েও কেমনভাবে ওরা হেসে আছে ওরা আমাকেও হাসায়।আজ দুপুরে আর ঘুম হবেনা।চোখ বন্ধ করলেই পাখিদের কলকাকলি।চোখ মেললেই কি চমৎকার সবুজ আলোতে যেন একটা নতুন আকাশের তলায় আমি শুয়ে আছি।গাছের ডালে সবুজ আলোর মাঝে পাখিগুলোও কথা বলছে ,নেচে বেড়াচ্ছে অবিরত।মাধবীর তলায় দখিনা বাতাসের সাথে সবুজ পাতাদের কথা শুনতে শুনতে কখন যেন ঘুমিয়েই পড়লাম।ওমা!সন্ধ্যে ছটা বেজে গেছে!অতি নিকটেই আমার ঘর থেকে স্ত্রী ডাকছে,চা খাবে এসো।চা খেতে ইচ্ছে করছে ঠিকই,কিন্তু----------।আমি যে এখন থেকে যেতেই পারছিনা।এখনই যে মাধবীর আসল জাদু।একটু অবাক লাগলেও সত্যি।আমার মাধবী প্রতিদিন সন্ধ্যে থেকে সারারাত তার রূপ ও গুণের জাদু দেখায়।ওকে আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি।আমি জানি।আজকাল আমার স্ত্রীও মাধবীকে খুব ভালোবাসে।ইতিমধ্যেই মাধবীকে বলে চা পর্বটা সেরে নিলাম।রাতের অন্ধকার যত গাঢ় হয় মাধবীর ফুলগুলো অন্ধকারের মাঝে যেন তারার মতো জেগে থাকে।সারাটাদিন যেন মাধবী রোদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল।তাই ও রাতে জেগে ওঠে।সেজে ওঠে।তাহলে আমিতো সারাদিন বাড়ির প্রধান দরজায় মাধবীর মাচার তলায় শুয়ে শুয়ে ভাবছিলাম সবুজের সাথে ওরা হাসছিল।উত্তরে আমাকে মাধবীলতার ফুলগুলো ডেকে বললো,"শোনো"।দিনেরবেলা আমার শরীর এবং হাত,পা,হাসে।তখন আমি রোদের প্রখরতায় খুব ক্লান্ত হয়ে পড়ি।আমার পাশে ঐ জাম গাছের কচি পাতা গুলো আমাদের আত্মীয় হয়।সেই জন্যইতো সব পাখিগুলোও একবার এডাল,একবার ওডাল, করতে থাকে।ওরা আমাকে বলেছে,তুমি আর মা (আমার স্ত্রী)আমাকে খুব ভালোবাসো।যাও বাবা।এবার ঘুমিয়ে পড়ো।অনেক রাত হয়েছে।আমি সারারাতই এখানে জেগে থাকবো।তোমাদের সুগন্ধ দেব।
আজ ৬ই মার্চ। কচি পাতাদের কত গল্প মাথার ওপর দিয়ে বয়ে গেছে তা কখনো তাকিয়ে দেখা হয়নি।দেখা হয়নি জীবনের সাথেসাথে আজও যেসকল পাখিরা আমাদের গান শোনায় তাদেরকে।সেইভাবেখোঁজ নেওয়ার অবকাশও হয়নি আসলে।এখন আমি আমার বাগানের লাগোয়া বাড়ির প্রধান দরজায় গাছের নিচে একটি মাদুর বিছিয়ে তাতে অর্ধ নিদ্রায় শুয়ে আছি।সারা পৃথিবীর সাথে আমাদের ভারতবর্ষও মহামারী করোনার মোকাবিলায় গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন ঘোষণা করেছে।এখন সকলে দুপুরের খাওয়াদাওয়া সেরে ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার তলায়।আমি একটা বালিশ নিয়ে মাদুরের ওপরে শুয়েশুয়ে মাধবীলতার কচি পাতার সাথে মাধবীর কিছু হাসিমুখের কথা আড়ি পেতে শুনছি।মাধবীলতার সাথে পাশের জাম গাছটিরও খুব মিল।জাম গাছেও খুব কচি পাতা এসেছে।এসেছে মুকুল।দুপুরের এই আগুনের মতো উত্তাপ নিয়েও কেমনভাবে ওরা হেসে আছে ওরা আমাকেও হাসায়।আজ দুপুরে আর ঘুম হবেনা।চোখ বন্ধ করলেই পাখিদের কলকাকলি।চোখ মেললেই কি চমৎকার সবুজ আলোতে যেন একটা নতুন আকাশের তলায় আমি শুয়ে আছি।গাছের ডালে সবুজ আলোর মাঝে পাখিগুলোও কথা বলছে ,নেচে বেড়াচ্ছে অবিরত।মাধবীর তলায় দখিনা বাতাসের সাথে সবুজ পাতাদের কথা শুনতে শুনতে কখন যেন ঘুমিয়েই পড়লাম।ওমা!সন্ধ্যে ছটা বেজে গেছে!অতি নিকটেই আমার ঘর থেকে স্ত্রী ডাকছে,চা খাবে এসো।চা খেতে ইচ্ছে করছে ঠিকই,কিন্তু----------।আমি যে এখন থেকে যেতেই পারছিনা।এখনই যে মাধবীর আসল জাদু।একটু অবাক লাগলেও সত্যি।আমার মাধবী প্রতিদিন সন্ধ্যে থেকে সারারাত তার রূপ ও গুণের জাদু দেখায়।ওকে আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি।আমি জানি।আজকাল আমার স্ত্রীও মাধবীকে খুব ভালোবাসে।ইতিমধ্যেই মাধবীকে বলে চা পর্বটা সেরে নিলাম।রাতের অন্ধকার যত গাঢ় হয় মাধবীর ফুলগুলো অন্ধকারের মাঝে যেন তারার মতো জেগে থাকে।সারাটাদিন যেন মাধবী রোদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল।তাই ও রাতে জেগে ওঠে।সেজে ওঠে।তাহলে আমিতো সারাদিন বাড়ির প্রধান দরজায় মাধবীর মাচার তলায় শুয়ে শুয়ে ভাবছিলাম সবুজের সাথে ওরা হাসছিল।উত্তরে আমাকে মাধবীলতার ফুলগুলো ডেকে বললো,"শোনো"।দিনেরবেলা আমার শরীর এবং হাত,পা,হাসে।তখন আমি রোদের প্রখরতায় খুব ক্লান্ত হয়ে পড়ি।আমার পাশে ঐ জাম গাছের কচি পাতা গুলো আমাদের আত্মীয় হয়।সেই জন্যইতো সব পাখিগুলোও একবার এডাল,একবার ওডাল, করতে থাকে।ওরা আমাকে বলেছে,তুমি আর মা (আমার স্ত্রী)আমাকে খুব ভালোবাসো।যাও বাবা।এবার ঘুমিয়ে পড়ো।অনেক রাত হয়েছে।আমি সারারাতই এখানে জেগে থাকবো।তোমাদের সুগন্ধ দেব।
-----------------------------------------------------------------------
শ্রী সুব্রত মিত্র
কবি ও লেখক
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------
No comments:
Post a Comment