Sunday, 20 November 2022

ছোট শিশুর কষ্ট - রাণু সরকার



বাপটা আমার থেকেও নেই মনে 
করি মারা গেছেন 
চোখ মেলে দেখিনি বাপের মুখ কেমন, 
কোন ভোরে মা গেলো চলে 
বাবুর বাড়ির বাসন ধুতে 
আমরা এখন তিনজন থাকি রেললাইনের ঝুপরিতে।

আমার কাছে ভাইকে রেখে 
কি করে যাই ইস্কুলেতে 
খিদের জ্বালায় শুয়ে পড়ে 
ভাই যে আমার সারা হলো কেঁদেকেটে।

কাল রাতে পেটে আমার 
ব্যথা ছিলো
খাইনি,আমার ভাতটা থেকে গেলো-
পান্তা করে নুন দিয়ে ভাই আমার খেয়ে 
নিলো
দাড়িয়ে আছি নিয়ে কোলে 
কান্না ভাইয়ের থেমে গেলে।
ইস্কুলের যাবার সময় হলো
এই বুঝি,ঘন্টা বেজে থেমে গেলো-
কি করে যাবো,মা যে এলো না এখনো
হয়তো গিন্নীমা কাজের চাপে রেখে দিলো 
এমন তো করেনি কখনো 
আমারা গরিব বলে করলো এমন
বাপটা যদি থাকতো এখন।

No comments:

Post a Comment