Friday, 8 October 2021

অন্ধকার বৃষ্টি - প্রশান্ত মাইতি

 

গভীর নিঝুম রাত,ঘড়ির -----
টিকটিক শব্দ বড্ড বাজছে কানে

টাঙানো মশারির উপরে ঘুরছে জোনাকদল
জানালা দিয়ে মাঝে মাঝে  আলো---
করছে ঘর বিদ্যুতের ঝকমকি

আমি শুয়ে শুনছি বাতাসের স্বরলিপি
আর পাতা থেকে ঝরে পড়া
টুপটাপ বৃষ্টির নৃত্য শব্দ

সব থেমে যাওয়ার পর দেখছি
ভেসে আসছে বাতাসে খসে পড়া
ফুল পাপড়ির চেনা শব্দ

সব থেমে যাওয়ার পরও চেনা অন্ধকার
ঝড়ে পড়ছে আমার একাকীত্বে বৃষ্টি পথে ।।
      

No comments:

Post a Comment