Thursday, 17 December 2020

ওরাই অন্নদাতা --নৃপেন্দ্রনাথ মহন্ত


শাসক, জানো কি ফসল কীভাবে ফলে
চাষিদের কাছে ঋণ তার কতখানি 
শ্রমের ঘামে কতটা রক্ত থাকে?
তুমি কেন তাতে জোঁক করো আমদানি? 

আজ যারা হাঁটে দিল্লির রাজপথে 
ধ্বনি তোলে : রদ করো কৃষি আইন
লাঠিতে বুলেটে তাদের ঘায়েল করে
ভাবছো কী হে,জীবন কাটাবে ফাইন?

তুমি তো জানো না ধানের গানের সুরে
কাস্তে কোদালের কী উল্লাস থাকে
লাঙলের ফলা যে মহাকাব্য লেখে
বুলেট কামান মুছে দিতে চায় তাকে! 

প্রচণ্ড শীতে দিল্লির পথে পথে 
দাঁড়িয়ে রয়েছে তোমার অন্নদাতা 
ফুলকিও শেষে দাবানল হতে পারে
দাম্ভিক শাসক, তুমি কি জানো না তা?


© রচয়িতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। 
হেমতাবাদ, মহেন্দ্রকুঞ্জ, উত্তর দিনাজপু, পশ্চিমব, ভারতবর্ষ  

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 
Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  

----------------------------Voice-------------------------------







No comments:

Post a Comment