এক প্লেট জ্যোৎস্না চন্দন কুড়িয়ে
নিখুঁত তারাখসা
ভাঙনের শেষে
অহংকারের অন্তরালে সাজিয়ে রাখে
নোঙর ছোঁয়া সুখের গন্ধ
জ্যোৎস্না বিছানো পেলবতায়
বাতাস আঁকা বিচ্ছেদের আয়না জুড়ে
উঁকি দেওয়া ঝাপসা মুহূর্তরা
গাঁটছড়া বাঁধে---
সম্পর্কের অভিমানী করিডোর ঘিরে
চলে স্মৃতির আনাগোনা......
আলাপনের দোটানায় দিশেহারা
নিঃশব্দ,
ফাঁদ পাতে শব্দের ভিতর----
শিশিরের ছন্দপতন সাজিয়ে
আকাশ জুড়ে তখন----
বারান্দার চুপকথা......!
Copyrights@ S Mandal
--------------------------------------------
শিবানী মন্ডল
কবি-লেখিকা
ঝাড়খন্ড, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------.
No comments:
Post a Comment