Thursday, 20 February 2020

❤কবিতা❤


ব্যর্থ
   ------গোলাপ সিংহ 

আমি ব্যার্থ......তুই জানিস? 
                        কারণ.........             
গান আছে, ছন্দ আছে 
নেই শুধু মেলানোর সুর। 
আছে পথ.....................
দেখিয়ে দেওয়ার মানুষ টা কাছে নেই, 
হাতে হাত ধরে একসাথে চলার প্রিয় মানুষ টা কাছে নেই, 
জীবনে এলোমেলো অনেক রঙ আছে 
জীবনটাকে তুলি দিয়ে রাঙিয়ে দেওয়ার মানুষটা কাছে নেই, 
সত্যিই তো আজ আমি ব্যার্থ। 
পারিনি তোকে বোঝাতে, তোকে বুঝতে। 
ভেবেই চলেছি শুধু তোকে,
 বলা তো হয়ে ওঠেনি। 
কি বলবো, কিভাবে বলবো, তা ঠিক জানা নেই। 
আমি শুধু তোকে উন্মাদের মতো ভালোবাসি, 
কিন্তু আমি ব্যর্থ তোকে সেই উন্মাদনা বোঝাতে পারিনি। 
আমি সেই গল্প যার শুরু তো আছে, 
ব্যর্থতা যার শেষ।।

copyrights@ Golap Singha  
-------------------------------------------
Voice Literary Blog 
Editor - Bijoy Sarkar 


.................Voice Literary-Cultural Team ................

4 comments:

  1. খুব সুন্দর কবিতা লেখনি।
    মন ছুঁয়েগেল।

    ReplyDelete
  2. জিন্দেগী মিল যায় তো পিয়ার না মিলে,
    বেবাফা হোযাও তো,দেখনে কে লিয়ে হাজার মিলে

    ReplyDelete