Saturday, 18 February 2023

লড়াই -- শংকর রায়


 লড়াই টা জাত নিয়ে নয়, 
লড়াই টা ভাত নিয়ে হোক। 
লড়াই টা বাবরি নিয়ে নয়, 
লড়াই টা চাকরি নিয়ে হোক। 
লড়াই টা ধর্ম নিয়ে নয়, 
লড়াই টা কর্ম নিয়ে হোক। 
লড়াই টা কতির উপর নয় , 
লড়াই টা ক্ষেতির উপর হোক। 
 লড়াই টা অস্ত্র নিয়ে নয়। 
লড়াই টা শান্তি নিয়ে হোক। 
 লড়াই টা শ্মাসান বা কবরস্থান নিয়ে নয়, 
লড়াই টা বাসস্থান নিয়ে হোক।
 লড়াই টা গরুর উপর নয়, 
লড়াই টা গুরুর উপর হোক ।  
লড়াই টা ব্যয় এর নয়, 
লড়াই টা ন্যায় এর হোক।


 © শংকর রায় 
বিশেষভাবে সক্ষম 
( হেমতাবাদ, উত্তর দিনাজপুর,  পশ্চিমবঙ্গ,  ভারতবর্ষ)